আজ কিছুদিন ধরে লক্ষ্য করি, তাহার দেখা নাই।

সত্যের সন্ধানে বলিষ্ঠ, সত্য প্রকাশে নির্ভীক...

শীতের সূর্য


মোঃ জসিম উদ্দিন


                     
আজ কিছুদিন ধরে লক্ষ্য করি,
তাহার দেখা নাই।
যদিও তারে পাই মধ্যাহ্ন হয়ে যায়।

এই হিম শীতল পরিবেশে,ঐ কৃষাণির ঘরে,
তাহার বড্ড প্রয়োজন।
ঘরের দুমুঠো ভাতের জন্য,এই শীতল প্রভাতে
অনিচ্ছা সত্ত্বেও যে কৃষক মাঠে যায়,
সেও চায় তোমার দেখা, তোমার দেখা নাই।
যদিও তোমারে পায় মধ্যান্ন হয়ে যায়।

ঐ যে শিশু,স্কুলে পড়ে
হাড় কাঁপানো উত্তরের শীতে ,
প্রতিদিন সে যায়।সেও চায় 
তোমার দেখা, তোমার দেখা নাই।
যদিও তোমারে পায় মধ্যাহ্ন হয়ে যায়।

পৌষ-মাঘের হীমের দিনে,
তোমার যখন খুব প্রয়োজন,
ঐ সে গৃহহীনের,যে রাস্তার পাশে শুয়ে।
কাঁপতে কাঁপতে উপর দিকে চেয়ে চেয়ে চায়,
তোমার দেখা নাই।
যদিও তোমারে পায় মধ্যাহ্ন হয়ে যায়।

সূর্য,তুমি কি তোমার সময় জ্ঞান হারিয়ে ফেলেছো?
তুমি কি ভুলে গেছো সে কৃষাণির কথা?
ভুলে কি গেছো সে শিশুর কথা?
নাকি ভুলে গেছো ঐ গৃহ হীনকে?
সময় কি তোমার এখনো হয় নাই?


মোঃ জসিম উদ্দিন,
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।



নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন editorial.tdse@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ