ভোরের অপেক্ষা

সত্যের সন্ধানে বলিষ্ঠ, সত্য প্রকাশে নির্ভীক...



আমাকে ভোরের অপেক্ষায় রেখে
যে সকাল চলে গেছে—
সে এখন পরিপক্ব দুপুর।
আমাকে ঢেউয়ের উন্মাদনা দেখাবে বলে
যে সমুদ্র তীরে আছড়ে পড়েছে—
সে এখন বালুকাবেলা।
আমাকে ভালোবাসে ভেবে
আমি যার অপেক্ষায় থেকেছি
সে এখন অন্যকারোর,
আমি তার নিদারুণ অবহেলা!
বই : আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন editorial.tdse@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ