বাবা মানেই

সত্যের সন্ধানে বলিষ্ঠ, সত্য প্রকাশে নির্ভীক...





বাবা মানেই 

জাকির শায়েরী 



বাবার দুই হাত
আদর সোহাগ ভালবাসা 
পূর্ণিমার রাত।


মাথার উপর ছাদ

বাবা হলেন এই পৃথিবীর 

সুখকাশের চাঁদ।


দিগ হারানো রথ

বাবা মানেই জীবনকালে

দেখায় আলোর পথ।


যত মায়ার ফাঁদ

বাবা ছাড়া কেউ হবে না

দূর গগণের চাঁদ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ